প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর অপারেশন সম্পন্ন হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলবার ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো প্রোটন ক্যান্সার হাসপাতালে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় অপারেশন শুরু হয়। তাঁর সঙ্গী হিসেবে সেখানে অবস্থান করা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর আবুল খায়ের পাটওয়ারীকে ওই হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
এদিকে আবুল খায়ের পাটওয়ারীর ছেলে ভারতের চেন্নাইতে অবস্থান করা বাংলাদেশ পুলিশের উপ-কমিশনার রাহুল পাটওয়ারী, ফরিদগঞ্জে অবস্থান করা মেয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ নাজমুন নাহার অনি এবং পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবদুল মান্নান পরান চিকিৎসাধীন মেয়র আবুল খায়ের পাটওয়ারীর দ্রুত সুস্থতা কামনা করে ফরিদগঞ্জবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।