প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:০০
বাগাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব হারুনুর রশিদ চৌধুরীর আজ একাদশ মৃত্যুবার্ষিকী। ২০১১ সালের এইদিনে পবিত্র ঈদুল ফিতরের দিবাগত রাত ৯টা ৩৫ মিনিটে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ প্রিমিয়ার হাসপাতালে হৃদরোগজনিত জটিলতায় তিনি ইন্তেকাল করেন। তাঁর একাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষে এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে এবং আজ বুধবার পশ্চিম সকদী ডিবি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছে।