প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:০০
সরকার কর্তৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার জনতা বাজার মাঠে দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশার (বাসু) মাঝির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, চাল, ডাল, তেল, লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে সোনার বাংলাদেশ এখন দুর্ভিক্ষের পথে। পরিবহন ভাড়া বৃদ্ধি করে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে দেউলিয়া করার পাঁয়তারা চলছে। শেখ হাসিনার সরকারকে এদেশের মানুষ বয়কট করেছে, তার পতন খুব কাছাকাছি ঘনিয়ে এসেছে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক। তিনি বলেন, ভোট চুরি করে নয় বরং প্রকাশ্য ভোট ডাকাতির মাধ্যমে চলমান সরকার ক্ষমতায় এসে উন্নয়নের নামে দেশকে দেউলিয়া করার পাঁয়তারা করছে। খুন, গুম, হত্যা ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে এক ভয়ংকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। তাই দেশের সর্বসাধারণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অবৈধ সরকারের পতন ঘটাতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, দক্ষিণ ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মোঃ বিল্লাল হোসেন আখন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, সদস্য সচিব আবদুল মান্নান আখন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক সরদার আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান আকাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফয়সাল আহম্মেদ আখন, আলগী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজর, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আনসারী।
উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল ও ওলামা দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।