প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:০০
গতকাল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তৈল, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক নেতা আঃ রহিম হত্যার প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান আবু পাটোয়ারীর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল। উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মনজিল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী, প্রচার সম্পাদক মাসুদ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, যুগ্ম আহবায়ক আমির হোসেন, আমজাদ হোসেন শিপন, জহিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন, স্বপন, ভাগিনা রুবেল, ফারুক হোসেন রনো, ছবুর, রুবেল পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, যুগ্ম আহ্বায়ক একে সুমন, ইউনিয়ন যুবদল নেতা সুমন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কাওসার হোসেন বাবলু রাসেদ খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে শরীফ মোঃ ইউনুছ বলেন, তেল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে অতিষ্ঠ হয়ে বাকশালীদের দুঃশাসন থেকে রক্ষা পেতে জনগণ আজ রাজপথে নেমেছে। কোনো অপশক্তি দমিয়ে রাখতে পারবে না। জনগণ এই অত্যাচারের জবাব দিতে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে থেকে বাকশালীদের পতন ঘটিয়ে তাদের পছন্দের সরকার গঠন করবে। ২০১৪ আর ২০১৮ সালের মত ষড়যন্ত্রের নির্বাচন আর করতে দেয়া হবে না। জনগণ আজ শেখ হাসিনা সরকারের দ্রব্যমূল্যের অত্যাচারে অতিষ্ঠ। আগামীদিনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আগামী দিনে তৃণমূলে যে কর্মসূচি দেয়া হবে সকলকে সর্বাত্মকভাবে সে আন্দোলনকে সফল করতে হবে। তিনি আগামীদিনের আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।