প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:০০
ডেঙ্গু প্রতিরোধে ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া থেকে সুরক্ষার লক্ষ্যে চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাব ছাত্র-ছাত্রীদের মাঝে মশারি বিতরণ করেছে। ৩০ আগস্ট মঙ্গলবার সকালে চাঁদপুর শহরের বকুলতলা রেলওয়ে শিশু বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মাঝে এই মশারি বিতরণ করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব হিলসা সিটির সভাপতি রোটাঃ আলমগীর মিয়াজী, সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ তাজুল ইসলাম, বিদ্যালয়ের অধ্যক্ষ রোটাঃ মাহমুদা খানম, রোটারী ক্লাব অব চাঁদপুর হিলসা সিটির সদস্য রোটাঃ এসএম মোরশেদ সেলিম, রোটাঃ সমির পোদ্দারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।