মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:০০

তৃতীয় স্ত্রীর মামলায় আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা গ্রেফতার
সোহাঈদ খান জিয়া ॥

তৃতীয় স্ত্রীর দায়ের করা মামলায় শাহরাস্তি উপজেলার দক্ষিণ দেবকরা গ্রামের বাসিন্দা ও চাঁদপুর আবহাওয়া অধিদপ্তরের প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার (বেলুন মেকার) হাসানুজ্জামান হাসানকে গ্রেফতার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। হাসানুজ্জামান হাসানের তৃতীয় স্ত্রী ফাতেমা আক্তার পিনুর দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণা মামলায় সোমবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

ফাতেমা আক্তার পিনু জানান, তার স্বামী একজন নারী লোভী। সে এর আগে ২টি বিয়ে করে। ফাতেমা আক্তার পিনুকে ২০১১ সালে পারিবারিকভাবে বিয়ে করে। এমনকি ১২দিন আগে সে হাজীগঞ্জে চতুর্থ বিয়ে করে। বিয়ের আগে চতুর্থ স্ত্রীকে নিয়ে চাঁদপুর শহরের ভাড়া বাসায় রাতযাপন করে। কয়েকবার অন্য নারীর সাথে এক বিছানায় তার স্বামীকে হাতে-নাতে ধরে ফেলেন ফাতেমা। তার ঘরে এক ছেলে এক মেয়ে রয়েছে। হাসানুজ্জামান হাসান তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে বিদায় করে দেয়। ফাতেমা আক্তার পিনু আরো জানান, আমি যখন বাসায় থাকি না তখন সে অন্য নারীদেরকে বাসায় এনে আনন্দ-ফূর্তি করে। আমি কিছু বললে উল্টো আমাকে গালমন্দ করে। সে একজন নারী লোভী। আমি তার সঠিক বিচার চাই।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইসমাইল হোসেন জানান, নারী নির্যাতন মামলায় হাসানুজ্জামান হাসানকে আটক করে আদালতে পাঠিয়েছি। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

উল্লেখ্য, ফাতেমা আক্তার পিনু রামগঞ্জের বরিয়াইশ গ্রামের হাজী মোঃ জয়নাল আবেদীন ভূঁইয়ার মেয়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়