প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনিবাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলবার দুপুরে চাঁদপুর সাকিট হাউজে জেলা ক্রীড়া সংস্থার ১৬৮৩তম সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আগামী মাসের মাঝামাঝি সময়ে ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। এরপরই জেলার বালিকা ফুটবলারদের নিয়ে অনূর্ধ্ব ১৮ প্রমীলা ফুটবলের আয়োজন করা হবে জেলা ক্রীড়া সংস্থা থেকে। খেলাধুলা আয়োজনের ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা থাকবে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন শান্ত, আবুল কাশেম আখন্দ, কোষাধ্যক্ষ আবু নাসের বাচ্চু পাটওয়ারী, নির্বাহী সদস্য ওমর পাটওয়ারী, মোহাম্মদ আলী জিন্নাহ, শাহির পাটওয়ারী, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ হেলাল হোসাইন, শেখ আব্দুল মোতালেব, শরীফ আশরাফুল হক, সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, শিপ্রা দাস, মাসুদা নূর খান, তারিকুল ইসলাম, নুরনবী নোমান, তপন চন্দ ও আবু পাটওয়ারী।
সভায় জেলা ক্রীড়া সংস্থা থেকে খেলার আয়োজন, বিভিন্ন উপ-কমিটি গঠন, স্টেডিয়ামের সকল প্রকার উন্নয়ন কাজ ও মাঠ সংস্কার উপ-কমিটি গঠনসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।