মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ০০:০০

স্বচ্ছ ব্যালট বাক্স ও দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

‘জনগণের অধিকার প্রতিষ্ঠাই গণফোরামের লক্ষ্য’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরে গণফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ২৯ আগস্ট সোমবার বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত সড়কস্থ দলীয় কাযালয়ে প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে জেলা গণফোরামের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা ও আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, স্বচ্ছ ব্যালট বাক্স ও দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমাদের দেশের লোকজন ইভিএমে অভ্যস্ত নয়। ইভিএমে বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে ভোটে স্বচ্ছতার ক্ষেত্রে সন্দেহের অবকাশ আছে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। ইতিমধ্যে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সকল কিছুর দাম বাড়ানো হয়েছে। এতে করে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ, যুব বিষয়ক সম্পাদক বিজয় মজুমদার, শহর কমিটির সভাপতি আবুল খায়ের, সদর থানা কমিটির সভাপতি মহসিন মিজি, সাধারণ সম্পাদক আলমগীর গাজী, জেলা মহিলা গণফোরামের সেক্রেটারী শরীয়তুন্নেচ্ছা শিল্পী, শহর যুব গণফোরামের সহ-সভাপতি আলমগীর খান, হাইমচর উপজেলা গণফোরামের সভাপতি মোঃ শাহজাহান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়