প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ০০:০০
শাহরাস্তিতে সর্বজনশ্রদ্ধেয় ও বস্তুনিষ্ঠ সংবাদের অনন্য দৃষ্টান্ত মোঃ আবুল কালাম। ১৯৯৮ সাল থেকে দৈনিক চাঁদপুর কণ্ঠের মাধ্যমে শখের বশে এ পেশায় নিজেকে নিয়োজিত করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক (সম্মান) ডিগ্রি ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে ১৯৯২ সালে সূচিপাড়া ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। দৈনিক চাঁদপুর কণ্ঠের মধ্য দিয়ে সাংবাদিকতায় জড়িত হয়ে এখনো বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি প্রায় ১০ বছর ধরে দৈনিক প্রথম আলোর উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্তমানে তিনি দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন। ২০০০ সালের ১৬ অক্টোবর তিনি দ্বিধাবিভক্ত শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি পদে মনোনীত হয়ে ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি শাহরাস্তি রিপোর্টার্স ইউনিটির অন্যতম উপদেষ্টা। দুঅঙ্গনে সফল মোঃ আবুল কালাম বর্তমানে সূচিপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন। বহু প্রতিভার অধিকারী মোঃ আবুল কালাম দৈনিক চাঁদপুর কণ্ঠে সাংবাদিক নেতৃবৃন্দের ভাবনা বিষয়ে খোলামেলা কথা বলেন। সাক্ষাৎকার রূপে তাঁর কথাগুলো নিচে তুলে ধরা হলো :
দৈনিক চাঁদপুর কণ্ঠ : আপনার উপজেলায় সাংবাদিকতা অতীতের সকল সময়ের চেয়ে কি গতিশীলতা পেয়েছে? গতিশীলতা পেলেও কি মান রক্ষা হচ্ছে?
মোঃ আবুল কালাম : সাংবাদিকতায় অতীতের সকল সময়ের চেয়ে গতিশীলতা কমেছে।
দৈনিক চাঁদপুর কণ্ঠ : পত্রিকাগুলোর প্রিন্টিং সংস্করণের পাঠক এবং টিভি সংবাদের শ্রোতাণ্ডদর্শক দিনদিন কমছে। কারণ কী? এমনটি রোধের উপায় কী?
মোঃ আবুল কালাম : প্রথমত মোবাইল ফোন, ইন্টারনেটের কারণে মানুষ পত্রিকা ও টিভির খবর সহজেই দেখতে পাচ্ছে। করোনা মহামারীর কারণে অনেক পত্রিকাই বন্ধ ছিল, চললেও সীমিত আকারে ছিল, যার প্রভাব এখনো কেটে উঠেনি। প্রায় একই ধরনের সংবাদ পত্রিকাগুলোতে ছাপার কারণেও পাঠক কমে যাচ্ছে।
এটি রোধের লক্ষ্যে দৈনন্দিন জাতীয় ও স্থানীয় সংবাদের পাশাপাশি স্থানীয় দুর্ভোগ, সমস্যা, সম্ভাবনা, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলার সংবাদ, বিভিন্ন ক্ষেত্রে যারা সফল হয়েছেন তাদের জীবনী ও কৃতিত্ব নিয়ে সংবাদ পরিবেশন বেশি করতে হবে। সংবাদের শিরোনামে নতুনত্ব আনতে হবে।
দৈনিক চাঁদপুর কণ্ঠ : আজকাল গণমাধ্যমকর্মীদেরকে বিভিন্ন মহল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করতে চাইছে। অনেকে ইচ্ছা-অনিচ্ছায় ব্যবহৃতও হচ্ছে। সাংবাদিকদের মধ্যে অনৈক্য/বিভাজন থেকে এমনটি হচ্ছে। আপনার অভিমত কী?
মোঃ আবুল কালাম : সাংবাদিকদেরও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতেই পারে। অনেকেই দলীয় স্বার্থই বেশি করে দেখছেন। দলীয় স্বার্থের কারণে আজ সাংবাদিকদের মাঝে অনৈক্য/ বিভাজন দেখা দিয়েছে। আর এ সুযোগে কোথাও কোথাও বিভিন্ন মহল সাংবাদিকদের ব্যবহার করছেন। আমার অভিমত, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সাংবাদিকতা করতে হবে। নেতৃত্ব নির্বাচনে কোন্ দলের তা না ভেবে বরং নেতৃত্বের গুণাবলিসম্পন্ন সৎ, শিক্ষিত, মার্জিত ও সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচিত করতে হবে।
দৈনিক চাঁদপুর কণ্ঠ : সংবাদ পরিবেশনে তাৎক্ষণিকতাকে গুরুত্ব দিতে গিয়ে অনলাইন সাংবাদিকতার জোয়ার। এতে কেউ কেউ অপসাংবাদিকতার সুযোগ বা আশ্রয় নিচ্ছে। সকল সংবাদের ক্ষেত্রে কি তাৎক্ষণিকতা জরুরি? আপনার মতামত জানতে চাই।
মোঃ আবুল কালাম : সকল সংবাদের ক্ষেত্রে তাৎক্ষণিকতার প্রয়োজন নেই। যত্রতত্র অনলাইন সাংবাদিকতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অনলাইন সাংবাদিকতার নীতিমালা কী হওয়া উচিত এবং তা বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে, তা না হলে অপসাংবাদিকতা বাড়তেই থাকবে বা চলতেই থাকবে।
দৈনিক চাঁদপুর কণ্ঠ : উপরোক্ত প্রশ্ন সমূহের বাইরেও আপনার কোনো বক্তব্য থাকলে প্রদান করতে পারেন।
মোঃ আবুল কালাম : সাংবাদিক নিয়োগে শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক অবস্থা ভালো, পিছুটান নেই, এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারবে এমন দেখে নিয়োগ দেয়া উচিত বলে আমি মনে করি।