প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ০০:০০
হাজীগঞ্জে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক। চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার দুপুরে তিনি উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এ সময় অবৈধ ড্রেজার মেশিন ও পাইপসহ অন্য সরঞ্জাম জব্দ করা হয়।
জানা যায়, ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অভিযোগে এদিন (সোমবার) দুপুরে পুলিশের সহযোগিতায় ওই ইউনিয়নের গন্ধর্ব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিক ড্রেজার-সংশ্লিষ্ট নাজির আহম্মেদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন ম্যাজিস্ট্রেট। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ড্রেজারের পাইপসহ অন্য সরঞ্জাম জব্দ করা হয়।