প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ০০:০০
হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাবা ভাষাবীর এমএ ওয়াদুদের কবর জিয়ারত করেছেন ঢাকা কলেজের শিক্ষকমণ্ডলী। ২৮ আগস্ট রোববার মরহুম এমএ ওয়াদুদ সাহেবের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে মরহুমের কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করেন শিক্ষকমণ্ডলী। কবর জিয়ারত শেষে শিক্ষকগণ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন। উল্লেখ্য, এমএ ওয়াদুদ ঢাকা কলেজের ছাত্র ছিলেন। তাই এই কলেজের শিক্ষকরা তাঁদের গর্বিত ছাত্রকে তাঁর মৃত্যুবার্ষিকীর দিন স্মরণ করেন।