প্রকাশ : ২৯ আগস্ট ২০২২, ০০:০০
হাজীগঞ্জ থানা পুলিশের ‘টিম হাজীগঞ্জ’ নামের বিশেষ দল যাবে গ্রামে গ্রামে। রোববার থেকে শুরু হয়েছে উক্ত টিমের কাজ। নেতৃত্বে ও উদ্যোগে রয়েছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ।
খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জের সীমান্তবর্তী এবং অপরাধ প্রবণ এলাকায় ‘টিম হাজীগঞ্জ’-এর ডমিনেশন প্যাট্রোল ডিউটি চলবে। মূলত ইভটিজার, কিশোর গ্যাং, মাদক কারবারি, চোর এবং ছিনতাইকারী সম্পর্কে উপজেলাবাসীকে সচেতন করতে ও অপরাধ সম্পর্কে তথ্য সংগ্রহে এমন আয়োজন পুলিশের।
আরো জানা যায়, থানা পুলিশের বিশেষ একটি দল মোটর সাইকেলে করে উপজেলার গ্রাম থেকে গ্রামান্তরে ঘুরে বেড়াবে। বিশেষ করে স্কুল-কলেজ-মাদ্রাসাগুলোতে ক্লাস শুরুর আগে, ছুটির পরে বিকেলে, সন্ধ্যা রাতে কিংবা ভোররাতে ঘুরে বেড়াবে ‘টিম হাজীগঞ্জ’।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ চাঁদপুর কণ্ঠকে জানান, টিম হাজীগঞ্জ উপজেলার সকল এলাকা নিরাপদ রাখতে সহায়তা করবে। রোববার উপজেলার ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়ন দিয়ে শুরু হয়েছে উক্ত টিমের কাজ। যে কোনো অপরাধ বিষয়ে পুলিশ তথ্য দিয়ে সহায়তা করলে তধ্যদাতার নাম গোপন রাখা হবে। এ বিষয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কিংবা ০১৩২০-১১৫৯৯৭ নম্বরে কল করার জন্যে অনুরোধ করা হলো।