প্রকাশ : ২৯ আগস্ট ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খেরুদিয়া গ্রামের প্রধানীয়া বাড়িতে ৩ সন্তানের জনক রাজিব হোসেন প্রধান (পিতা : আলি আহম্মদ প্রধান) গত ২৭ আগস্ট রাতের কোনো এক সময় বাড়ির পাশে আম গাছের সাথে পাটের আঁশ দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সরজমিনে গিয়ে জানা যায়, ২৮ আগস্ট সকালে নিহতের ভাই মোঃ মনিরুজ্জামান বাড়ির পাশে পাটখড়ি রোদে দিতে গিয়ে দেখতে পান তার ভাই গলায় ফাঁস লাগানো অবস্থায় আম গাছের সাথে ঝুলে রয়েছে। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামীম খানকে ফোনে জানালে তিনি চাঁদপুর সদর মডেল থানাকে অবহিত করেন। খবর পেয়ে এসআই সেলিম উল্লাহর নেতৃত্বে পুলিশ এসে গাছ থেকে লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করে।
এদিকে এলাকার কতিপয় লোক চাঁদপুর কণ্ঠকে বলেন, এটা হত্যা নাকি আত্মহত্যা প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে। জনৈক ব্যক্তি জানান, আমার খালাতো ভাইকে কে বা কারা হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন- হত্যা নাকি আত্মহত্যা। রাজিবের স্ত্রী নূরজাহান বেগম জানান, আমার স্বামী রাতে কখন ঘর থেকে বের হয়েছেন আমি জানি না, সকালে শুনি তিনি গলায় ফাঁস দিয়ে মারা গেছেন।