মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ আগস্ট ২০২২, ০০:০০

সন্তানদের মোবাইল মোটরসাইকেল না দিয়ে তাদের প্রতি খেয়াল রাখুন
সোহাঈদ খান জিয়া ॥

গতকাল শনিবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা মরহুম আলহাজ্ব মাওলানা মোঃ ছালামত উল্যাহ খান (রহঃ) ঈদগাহ পরিচালনা কমিটি ও উন্নয়ন কমিটি এবং স্থানীয় মুসল্লিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঈদগাহ কমিটির সভাপতি জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, আমাদের সন্তানদের হাতে মোবাইল ফোন দেয়া যাবে না। মোটরসাইকেল দেয়া যাবে না। তারা নিয়মিত বিদ্যালয়ে ঠিকমতো আসা-যাওয়া করে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। একদিন তারা বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। তারা কীভাবে উচ্চ শিক্ষিত হবে সেদিকে লক্ষ্য রেখে আমাদের সন্তানদের শিক্ষিত করতে হবে। তিনি বলেন, ঈদগাহ একটা ধর্মীয় কাজ। আমরা সকলে ধর্মীয় কাজে এগিয়ে আসবো। ঈদগাহ সম্পত্তি রক্ষা করা হবে।

ঈদগাহ কমিটির কোষাধ্যক্ষ পীরজাদা ছালামত উল্যাহ খান শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা হেলাল চৌধুরী, নিজ গাছতলা ঈদগাহ কমিটির সহ-সভাপতি ও চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল। আরো বক্তব্য রাখেন ঈদগাহ কমিটির সহ-সভাপতি সেকান্দর মিয়াজী ও মুসল্লি চুন্নু গাজী। উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্টেট মনজুরুল মোর্শেদ, বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আলমগীর হোসেন, বাগাদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ মোল্লা, বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফ উল্লাহ, ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক মামুন পাটোয়ারী, ইউপি সদস্য জাকির হোসেন খান, ফজলুর রহমান, ইলিয়াস খান, মনির গাজী, ঈদগাহ কমিটির ক্যাশিয়ার আউয়াল মাস্টার, নূরুর রহমান পাটোয়ারী, হেদায়েত উল্লাহ রাজা, সমাজসেবক আনোয়ার হোসেন আনু, ঈদগাহ কমিটির সদস্য ও চৌরাস্তা বাজারের ব্যবসায়ী খোরশেদ রাজা, ইউসুফ গাজী, নাজির খান, শাহাদাত হোসেন মিঠু। সমাপনী বক্তব্য রাখেন ঈদগাহ কমিটির মিজানুর রহমান খান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়