প্রকাশ : ২৮ আগস্ট ২০২২, ০০:০০
দুই যুগে পদার্পণ করেছে সারদাদেবী সংগীত নিকেতন। প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়েও সুনাম অর্জন করেছে। ১৯৯৯ সালে হাজীগঞ্জে এটি প্রতিষ্ঠিত হয়। এখানে সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন ও তবলা প্রশিক্ষণ শাখা রয়েছে। আর্থিক অনটন থাকলেও দুই যুগ ধরে বহু শিক্ষার্থী এখান থেকে সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন ও তবলায় প্রশিক্ষণ নিয়ে জেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে সুনাম কুড়িয়েছেন। শিক্ষার্থীদের থেকে নামমাত্র প্রশিক্ষণ ফি নিয়ে এটি পরিচালনা করা হয়। প্রতিষ্ঠার পর গত বছর সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আর্থিক অনুদান পায় প্রতিষ্ঠানটি।
সারদাদেবী সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ নীহার রঞ্জন হালদার। তিনি ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনের নজরুল সংগীতের তালিকাভুক্ত শিল্পী। তিনি ছাড়াও আরো ৪ জন রয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সাথে। তারা হলেন : যুগল কৃষ্ণ হালদার, বীরেন সাহা, রায়হান সুলতানা ও রজনী দেবনাথ।
বর্তমানে সারদাদেবী সংগীত নিকেতনে ৪টি শাখায় ৭০জন শিক্ষার্থী রয়েছেন। সপ্তাহে দুদিন বৃহস্পতিবার ও শুক্রবার হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমে প্রতিষ্ঠানটির ক্লাস হয়। চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ও স্থানীয় প্রশাসনের রাষ্ট্রীয় সকল অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি অংশগ্রহণ করে।
সারদাদেবী সংগীত নিকেতনের সাবেক শিক্ষার্থী নন্দিতা দাস বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। সংগীত শিল্পী নন্দিতা দাস নিয়মিত বেতার ও বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিবেশন করেন। এছাড়াও নৃত্যে এরশাদ বিনতে নীলা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করেন এবং আকলিমা আক্তার বর্তমানে প্রশিক্ষক হিসেবে রয়েছেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ নীহার রঞ্জন হালদার বলেন, সারদাদেবী সংগীত নিকেতনকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি। এখন থেকে জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক অঙ্গনে আরো কয়েকজন ভূমিকা রাখতে পারবে- সে রকম প্রতিভা এখানে আছে। সংস্কৃতির বিকাশে সারদাদেবী সংগীত নিকেতন কাজ করে যাবে।