মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ০০:০০

সাবেক ছাত্রলীগ নেতা জিলানীর কুলখানিতে মিলাদ ও দোয়া
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

সাবেক কেন্দ্রীয় ও চাঁদপুর জেলা ছাত্রলীগ নেতা, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারীর ভাগিনা চৌধুরী আব্দুল কাদের জিলানীর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ আগস্ট শুক্রবার বাদ জুমা চাঁদপুর শহরের দক্ষিণ গুণরাজদী সাতআনি পাটওয়ারী বাড়ি জামে মসজিদে প্রথমে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়ানুষ্ঠানে অংশ নেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, চাঁদপুর পৌর আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ওমর পাটওয়ারী, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোঃ বাবর, যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারী, মাহফুজুর রহমান টুটুল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জাকির হোসেন মারুফ, বিশিষ্ট আইনজীবী এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার সচিব আবুল কালাম ভূঁইয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু, সাবেক সহ-সভাপতি হাসিবুল হাসান মুন্না, চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজ হাওলাদার, কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পরানসহ নেতা-কর্মী ও অসংখ্য মুসল্লি। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ অলিউর রহমান।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট চৌধুরী আব্দুল কাদের জিলানী স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়