মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ০০:০০

বাগাদী চৌরাস্তায় সড়কে ভাসমান দোকান ॥ ঘটছে দুর্ঘটনা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় মূল সড়কের ওপর ভাসমান দোকান থাকায় ঘটছে দুর্ঘটনা। বাগাদী চৌরাস্তা থেকে চান্দ্রা-মুন্সিরহাট সড়কের প্রবেশ মুখে এই ভাসমান দোকানের অস্তিত্বে প্রতিদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

এ সকল দোকানের কারণে উভয় দিক থেকে আসা যানবাহনের চালকরা যানবাহনগুলো দেখতে না পাওয়ার কারণে মুখোমুখি হয়ে যায়। যার ফলে দুর্ঘটনা ঘটে। সড়কের উপর গড়ে ওঠা অবৈধ দোকানের বিষয়ে কর্তৃপক্ষ জানার পরও নীরব ভূমিকা পালন করছে।

এ ব্যাপারে সিএনজি অটোরিকশা চালক মহসিন, জসিম, করিম ও ফরিদ জানান, চৌরাস্তায় সড়কের ওপর দোকান তুলে সড়ক দখল করার কারণে প্রায় আমরা দুর্ঘটনার শিকার হই। এ সকল দোকান উচ্ছেদ করা না হলে একদিক থেকে যাওয়া গাড়িগুলো বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো মোড়ের মধ্যে দেখতে না পেয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটাবে। আমরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়