প্রকাশ : ২৭ আগস্ট ২০২২, ০০:০০
গত ২৫ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে মুন্সিরহাট বাজারে একটি টেইলার্সের দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় দোকান মালিক অম্বরিস চন্দ্র সরকার (পিতা মৃত হেমন্ত সরকার) দোকান বন্ধ করে সন্ধ্যা ৭টার দিকে বাড়ি চলে যান। রাত আনুমানিক ১২টার দিকে জনৈক মোঃ ইকবাল হোসেন ঢালি দেখতে পান উক্ত দোকানে আগুন লাগছে। পরে তিনি মুন্সিরহাট জামে মসজিদের মোয়াজ্জিন বাতেন ক্বারীকে জানালে তিনি মসজিদের মাইক দিয়ে প্রচার করলে আশপাশের লোকজন এসে আগুন নিভাতে সক্ষম হন। ততক্ষণে দোকানে থাকা মালামাল পুড়ে নষ্ট হয়ে যায়।
দোকান মালিক জানান, প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এদিকে আগুন লাগার পর চাঁদপুর ফায়ার সার্ভিস এবং মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসকে জানালে তারা দ্রুত ছুটে আসে। তারা ঘটনাস্থলে আসার পূর্বেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।