মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ আগস্ট ২০২২, ০০:০০

দিনভর বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক কামরুল হাসান

হাজীগঞ্জ হলো চাঁদপুর জেলার হৃৎপিণ্ড

হাজীগঞ্জ পৌরসভা হলো তার অক্সিজেন

হাজীগঞ্জ হলো চাঁদপুর জেলার হৃৎপিণ্ড
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ হলো চাঁদপুর জেলার হৃৎপিণ্ড, হাজীগঞ্জ পৌরসভা হলো তার অক্সিজেন। বৃহস্পতিবার হাজীগঞ্জ পৌরসভা পরিদর্শনে এসে এসব কথা বলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজ প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থান্বেষী মহল চেষ্টা করছেন। জনপ্রতিনিধিরা সেদিক লক্ষ্য রেখে জনগণকে বুঝাতে হবে। বৈশ্বিক কারণে দেশে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সহসাই এ পরিস্থিতি থেকে দেশের উত্তরণ ঘটবে। এ সময় জেলা প্রশাসক হাজীগঞ্জ বাজারের হকার পুনর্বাসন ও বাজারের যানজট নিরসনে পৌরসভার মেয়রসহ কাউন্সিলরবৃন্দের সহযোগিতা চান।

হাজীগঞ্জ পৌরসভার কাজের প্রশংসা করে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আগামী ৫০ বা ১শ’ বছর পর কী হবে সে পরিকল্পনা হাতে নিয়ে পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করলে কাজের স্থায়িত্ব পাবেন।

একটু ভিন্ন বিষয়ে তিনি আরো বলেন, ইসলাম আমাদের ধর্ম। কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে ইসলামে বিধিনিষেধ রয়েছে। ইসলাম ধর্ম নিয়ে যদি কেউ কটুক্তি করে তাহলে মুসলমান হিসেবে আমরা প্রতিবাদ করি। তবে এ প্রতিবাদের মাঝে কিছু দুষ্টচক্র প্রবেশ করে আইনশৃঙ্খলা বিঘœ ঘটানোর চেষ্টা করে, জনপ্রতিনিধিগণকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

জেলা প্রশাসক কামরুল হাসান পৌরসভায় এসে পৌঁছলে পৌর মেয়র আ.স.ম. মাহবুব উল আলম লিপন ফুলেল শুভেচ্ছা জানান। এরপরই জেলা প্রশাসক ও পৌর মেয়র ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ চত্বরে ফুল দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জেলা প্রশাসক কামরুল হাসান পৌরসভার দাপ্তরিক কাজ পরিদর্শন এবং পৌরসভার পরিদর্শন কার্যক্রম বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান, পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, আজাদ হোসেন ও রোকেয়া বেগম, সংরক্ষিত নারী কাউন্সিলর মমতাজ বেগম মুক্তা, মিনু আক্তার ও নাজমুন নাহার ঝুমু, কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মোহসীন ফারুক বাদল, সুমন তপদার, মোঃ শাহ আলম, কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন, সাদেকুজ্জামান, বিল্লাল হোসেন, মোঃ শাহআলমসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কামরুল হাসান পর্যায়ক্রমে হাজীগঞ্জ থানা পরিদর্শনকালে ফুল দিয়ে শুভচ্ছো জানান হাজীগঞ্জ থানার অফসিার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ। এ সময় থানার উপ-পরর্দিশক (এসআই) মোহাম্মদ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাঁকে সালাম প্রদান করে।

এরপর জেলা প্রশাসক তাঁর সহকর্মীগণকে নিয়ে উপজেলার বাকিলা ইউনিয়ন ভূমি অফিস, বাকিলা উচ্চ বিদ্যালয় ও বাকিলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা কানুনগো লোকমান হোসেন, বাকিলা ইউনিয়নের তহশীলদার উত্তম, বাকিলা ইউনিয়ন পরিষদের সচিব নাসির হোসেনসহ অন্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়