মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৬ আগস্ট ২০২২, ০০:০০

মাদকের ভয়াবহতা প্রতিরোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই
প্রবীর চক্রবর্তী ॥

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্যে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে ফরিদগঞ্জে মাদকবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল ২৫ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুননেছার সভাপতিত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মোঃ এমদাদ হোসেন মিঠুনের পরিচালনায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করেছে। তরুণ ও যুবকরাই দেশ ও জাতির আগামী দিনের কর্ণধার। দেশের টেকসই উন্নয়নকে গতিশীল করতে মূল চালিকাশক্তি তরুণ প্রজন্মই। কিন্তু এই তরুণ প্রজন্মকে নির্মম ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে মাদক। ধ্বংসাত্মক মাদকের ভয়াবহতা প্রতিরোধে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইউনিয়ন পরিষদের পাশাপাশি সুশীল সমাজ, মসজিদের ইমামদের সমন্বয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের ছেলে-মেয়েরা যাতে করে মাদকের স্পর্শে না আসতে পারে এজন্যে পরিবার থেকে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে পারলে মাদকের আগ্রাসন থেকে আমরা দেশকে রক্ষা করতে পারবো। সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্যে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, মাজুদা বেগম, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, উপজেলা প্রকৌশলী আবরার আহাম্মদ, একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহীম মিয়া, মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ কামরুল হাসানসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ার‌্যামন, ইউপি সদস্যরাসহ প্রিন্ট ও ইলেক্ট্র্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়