প্রকাশ : ২৫ আগস্ট ২০২২, ০০:০০
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত বাংলাদেশে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আছর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই আলোচনা ও দোয়ানুষ্ঠান হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া প্রমুখ।
নেতৃবৃন্দ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। নেতৃবৃন্দ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় অবিলম্বে কার্যকর করার জোর দাবি জানান।
দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের সকল নিহত সদস্য এবং আইভী রহমানসহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তৎকালীন বিরোধী দলী নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামাতের মদদপুষ্ট জঙ্গিগোষ্ঠী কর্তৃক বর্বরোচিত গ্রেনেড হামলা করা হয়। সেদিনের হামলায় ঘটনাস্থলেই নিহত হন ১৬ জন। হামলায় আহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভি রহমান ৫৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে ২৪ অগাস্ট মারা যান।