প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ০০:০০
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চাঁদপুরের জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন, সহকারী জজ ফাতেমা তুজ জোহরা ও চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরীর করোনা পজিটিভ হয়েছে। তবে এঁদের মধ্যে দাউদ হোসেন চৌধুরীর অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে ঢাকা পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়। কারণ তাঁর ফুসফুস ৬০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়ে অক্সিজেন লেভেল কমে গেছে। জানা যায়, পরপর দুবার করোনা পজিটিভ হয়েছেন জেলা ও দায়রা জজ। তিনিসহ অন্য দু বিচারক বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।