মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ০০:০০

জ্বালানি তেলের দাম বৃদ্ধি : গভীর রাতেও পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ জটলা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

শত শত মোটরসাইকেল হুমড়ি খেয়ে পড়ার প্রতিযোগিতা পেট্রোল পাম্পগুলোতে। কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলের দীর্ঘ জটলা লেগে যায়। তেল নেয়ার জন্যে এই হুমড়ি খেয়ে পড়া। শুক্রবার রাত ১১টার পর চাঁদপুরের পাম্পগুলোতে এ দৃশ্য দেখা যায়। জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে তেল নেয়ার এ প্রতিযোগিতা। ভোর রাত পর্যন্ত পেট্রোল পাম্পে এ অবস্থা দেখা গেছে।

শুক্রবার রাত ১০টার দিকে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। শুক্রবার রাত ১২টার পর থেকেই নতুন এ দাম কার্যকর হয়।

মুহূর্তের মধ্যে এ খবর সারাদেশের ন্যায় চাঁদপুরেও ছড়িয়ে পড়ে। এক লাফে এতো টাকা বাড়ানোর খবরে বহু মানুষ মোটরসাইকেল-প্রাইভেটকার নিয়ে পাম্পের দিকে ছুটতে থাকে। রাত ১২টার দিকে চাঁদপুর বাসস্ট্যান্ডসহ অন্যান্য পাম্পে গিয়ে দেখা যায়, সব জায়গার পাম্পের সামনে গাড়ির দীর্ঘ লাইন রাস্তার মাঝখানে চলে যায়। এতে যান চলাচল ব্যাহত হয়ে অনেক জায়গায় যানজট তৈরি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, রাত ১২টার আগ পর্যন্ত যেসব গাড়ি পাম্পে ঢুকেছে সেগুলোর কাছে পূর্বের দামে তেল বিক্রি করেছে। এরপর যারা এসেছে তাদের কাছে নতুন রেটে তেল বিক্রি করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়