প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ২১:৪৯
ইকরা মডেল একাডেমির এসএসসি পরীক্ষার্থীদের দোয়ানুষ্ঠান

ইকরা মডেল একাডেমির ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) সকালে একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মঙ্গল ও উত্তীর্ণ হওয়ার জন্যে বিশেষ দোয়া মোনাজাত করেন আনোয়ারা-মতিউর মডেল মাদরাসার পরিচালক মাও. মো. আবদুর রহমান গাজী।
প্রতিষ্ঠানটির পরিচালক লায়ন গোলাম হোসেন টিটু বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও শিক্ষাগত উৎকর্ষ সাধনে এই ধরনের আয়োজন নিয়মিতই করা হয়। এ প্রতিষ্ঠানের সাফল্য ধরে রাখতে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা আন্তরিক।
উপস্থিত ছিলেন একাডেমির প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তার, সহকারী প্রধান শিক্ষক আসমা খানম, প্রাথমিক শাখার ইনচার্জ মো. মিজানুর রহমানসহ মাধ্যমিক ও প্রাথমিক শাখার সকল শিক্ষক, অভিভাবক এবং এসএসসি পরীক্ষার্থীবৃন্দ।