প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ০০:০০
কম সময়ে চাঁদপুর-ঢাকা আসা যাওয়ার জন্যে মতলব বেড়িবাঁধ সড়কটি ব্যস্ততম সড়কে পরিণত হয়েছে। এ রাস্তায় অসংখ্য যানবাহন চলাচল করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ১৮ জুলাই এই সড়কে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন একটি প্রাইভেটকারের চালকসহ যাত্রীরা। সোমবার দুপুরে চাঁদপুর আসার পথে ওভারটেকিং করার সময় বেড়িবাঁধ সড়কের তাতুয়া-শিবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ও যাত্রীরা আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। ছবিতে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি দেখা যাচ্ছে। ছবি ও প্রতিবেদন : চাঁদপুর কণ্ঠ।