সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ০০:০০

ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ নিয়ে কৌতূহলী ভোটাররা
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৭ জুলাই। এবারই প্রথম এ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পদ্ধতিটি কেমন, কীভাবে ভোট দিতে হবে, ফলাফল কীভাবে প্রকাশ করা হবে ইত্যাদি নিয়ে ভোটারদের মাঝে আগ্রহের কমতি নেই। ভোটারদের মাঝে যারা শিক্ষিত তারাও অনেকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন, কীভাবে তারা ইভিএমে ভোট দিবেন। আর অর্ধশিক্ষিত এবং অন্য ভোটারদের প্রশ্ন তো আছেই। এর মধ্যে অনেকে মনে করেন, বেশি বিড়ম্বনা হতে পারে নারী ভোটারদের নিয়ে।

ইভিএম পদ্ধতি ব্যালট পেপারের মতো ছিনতাই হওয়ার সম্ভাবনা নেই। তাই অনেকে এই পদ্ধতিতে খুশি। জোর করে সীল মারা, কেন্দ্রে আধিপত্য বিস্তার ইত্যাদি রোধ পাচ্ছে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের ব্যবস্থা হওয়ায়। কিন্তু আবার অনেক সাধারণ ভোটার মনে করেন, ইলেকট্রনিক ফাঁক-ফোকর তারা বুঝেন না। কোথায় চাপ দিতে গিয়ে কোথায় চাপ দিয়ে বসবেন তা আবার শুধরাতে পারবে না। এতে অনেক ভোট মিসিং হতে পারে। সকল ভাবনা ছাপিয়ে একটা সুষ্ঠু পরিবেশে আগামী ২৭ জুলাই মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউপির নির্বাচনে পছন্দের প্রার্থীরা বিজয়ী হবেন এটাই ভোটারদের প্রত্যাশা।

ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান নিয়ে খাদেরগাঁও ইউনিয়নের ভোটার মোঃ মফিজুল ইসলাম গাজী বলেন, সাধারণ মানুষের কাছে ইভিএম একটি নতুন পদ্ধতি। এটা অনেকের কাছেই ঝামেলা মনে হয়। ব্যালট পেপারে সীল মারার বদলে আঙ্গুলের ছাপ দিয়ে ভোট দিতে হবে। এটা হবে আমাদের এক নতুন অভিজ্ঞতা। বিশেষ করে নারী ভোটারগণের আগ্রহ বেশি।

এবার প্রথম ভোটার হওয়া কলেজ শিক্ষার্থী মোঃ শরীফুল ইসলাম জানান, প্রথম ভোট দেবো তাণ্ডও আবার ইভিএম পদ্ধতিতে, অনুভূতি অন্যরকম। তবে আশা করি, এ পদ্ধতিতে সুষ্ঠুভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো।

ইভিএম পদ্ধতিতে ভোটের বিষয়ে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ব্যবস্থা বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। পেশিশক্তির ঝামেলা এড়িয়ে স্বচ্ছ ভোট প্রদানের এটি অন্যতম প্রক্রিয়া।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নারী ভোটারগণের বিষয়টি বুঝতে কিছুটা অসুবিধা হলেও এটা বড় কোনো সমস্যা নয়। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে ইভিএম পদ্ধতিতে ভোটের ইতিবাচক পরিবেশ লক্ষ্য করা গেছে।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু জাহের ভূঁইয়া বলেন, ভোটারগণ যাতে সহজে ও নির্ভুলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্যে মক ভোটিংয়ের ব্যবস্থা করা হবে। ভোটের দুদিন আগে আগামী ২৫ জুলাই নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সহায়তায় খাদেরগাঁও ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্রের জন্যে নিয়োগকৃত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের মাধ্যমে ভোটদান পদ্ধতির ট্রায়াল হবে। এতে ভোটারগণ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটদান পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন।

এক প্রশ্নের জবাবে নির্বাচন কর্মকর্তা আরো বলেন, আগামী ২৭ জুলাই খাদেরগাঁও ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের জন্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়