প্রকাশ : ১৯ জুলাই ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের রাড়িরচর খাঁন বাড়িতে বহু আমগাছের ডাল কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষুব্ধ হয়ে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা খান বাড়ির মৃত আব্দুল লতিফ খানের ছেলে মাওঃ আঃ রউফ জানান, আমাদের বাড়ির দক্ষিণ পশ্চিমে আমাদের পৈত্রিক সম্পত্তির উপর শতাধিক আমগাছ রয়েছে। আম বাগানের পাশের ঢালে আমাদের বাড়ির মুজাফ্ফর খাঁ গংয়ের জমি রয়েছে। ইতিপূর্বে একই গং আমাদের গাছে তাদের ক্ষতি হয় বলে জানালে আমরা বহু আম গাছ কেটে তাদেরকে সুবিধা করে দিয়েছি।
মাওলানা আঃ রউফ আরো জানান, চাকুরি করার সুবাধে আমরা বাড়িতে থাকি না। কোরবানি ঈদের একদিন পর বাড়ি থেকে লোক মাধ্যমে খবর পাই আমাদের বহু আম গাছের ডাল এমনভাবে কেটে ফেলা হয়েছে যাতে আর ফল ধরবে না। এরপর আমরা বাড়িতে এসে আম বাগানের অবস্থা থেকে হতবাক হয়ে পড়ি। মানুষ এমনভাবে এতো গাছ কেটে ফেলতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
মুজাফ্ফর গংয়ের সদস্য মাহফুজুর খান জানান, তাদের গাছের ডালগুলো আমাদের ফসলি জমির বেশ ক্ষতিসাধন করে আসছে। তাই আমরা ইউপি সদস্যের পরামর্শে কিছু ডাল কেটেছি।
স্থানীয় ইউপি সদস্য মোঃ সেলিম মিজি জানান, মাওলানা আঃ রউফের বেশ কিছু আম গাছের ডাল মুজাফ্ফর খাঁ গংয়ের ফসলি জমি নষ্ট করছে। যে কারণে মুজাফ্ফর খাঁন গংয়ের অভিযোগের ভিত্তিতে রউফ সাহেবের সাথে কথা বলে সহনীয়ভাবে গাছের ডাল কেটে দিতে বলা হয়েছে। মুজাফ্ফর খাঁন গং লোক দিয়ে যেভাবে গাছের ডাল কেটেছে তা দুঃখজনক।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী জানান, বিষয়টি আমি জেনেছি। তাদেরকে পরিষদে আসার জন্য বলা হয়েছে।