সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ জুলাই ২০২২, ০০:০০

কচুয়া পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িতদের নেতৃত্বে আনা যাবে না : ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িতদের নেতৃত্বে আনা যাবে না : ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
মেহেদী হাসান ॥

কচুয়া পৌর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। তিনি বলেন, কচুয়া পৌর আওয়ামী লীগ যে কোনো সময়ের তুলনায় সুসংহত, শক্তিশালী এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম। দলের এ অবস্থানকে ধরে রাখতে হবে। যারা দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের নেতৃত্বে আনা যাবে না। দলের বিপদে-আপদে ও আন্দোলন-সংগ্রামে যারা সামনে থাকবে তাদের নেতা নির্বাচন করতে হবে।

পৌর আওয়ামী লীগ সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক ইকবাল আজীজ শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, কচুয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার প্রমুখ।

বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস মিয়া, সহ-দপ্তর সম্পাদক ফারুক হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া, সহ-সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মির্জা সেলিম। এ সময় পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই দিন দুপুরে কচুয়া মডেল মসজিদে জুমার নামাজ আদায় শেষে দলীয় নেতৃবৃন্দের সাথে ঈদণ্ডপরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এ সময় কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ রেফায়েত উল্লাহ শরিফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দীন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন সকালে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ২০২২ সালে নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও শিক্ষকগণের সাথে মতবিনিময় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহর সভাপ্রধানে এবং একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।

এ সময় কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলাতান খানম, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি তৌহিদুল ইসলাম খোকা, বীর মুক্তিযোদ্ধা আঃ মবিনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়