রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ জুন ২০২২, ০০:০০

সেলিম খানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম খানের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন। গতকাল ৬ জুন বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বহরিয়া বাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।

লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইউনুছ শেখের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান টিটুর পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশ্বাদ মিয়াজী, সহ-সভাপতি সাইদ আলী আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের মিয়া, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জহির হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক মাঝি, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আরিফ শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সেলিম খানের বহিস্কারাদেশ প্রত্যাহার করতে হবে।

অন্যথায় আগামী শুক্রবার আমরা সেলিম খানকে সাথে নিয়ে বিশাল বিক্ষোভ করবো। বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রকে উপেক্ষা করে ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম খানকে অবৈধভাবে দল থেকে বহিষ্কারের জেলা আওয়ামী লীগের এই ঘোষণা আমরা মানি না।

ইউনিয়ন নেতৃবৃন্দ আরো বলেন, এটি মিডিয়া বহিষ্কার, উড়ো বহিষ্কার। এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে। আমাদের নেতা সেলিম খানকে যে মিডিয়া বহিষ্কার করা হয়েছে সেই মিডিয়া বহিষ্কারের প্রতিবাদে লক্ষ্মীপুরের আপামর জনতা এমনকি মা-বোনেরা পর্যন্ত ঘর থেকে বের হয়ে এসেছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা এই ইউনিয়নের নয়নের মনি লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের কৃতী সন্তান সেলিম খানের নেতৃত্বে শুক্রবার আমরা আবারো বিক্ষোভ প্রদর্শন করবো।

বক্তারা আরো বলেন, সেলিম খানকে অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে। আমরা ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ-ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগসহ প্রতিটি ওয়ার্ডের সবাই উপস্থিত হয় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা সেলিম খানকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেখতে চাই। সেলিম খানের নেতৃত্বে লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামী লীগ এক এবং অভিন্ন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়