রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ জুন ২০২২, ০০:০০

চালের বাজারে ভোক্তা অধিকার দপ্তরের তদারকি অভিযান

অনিয়ম না করার বিষয়ে বিশেষ সতর্ক করা হয়েছে

অনিয়ম না করার বিষয়ে বিশেষ সতর্ক করা হয়েছে
মিজানুর রহমান ॥

নিরাপদ খাদ্য এবং ন্যায্যমূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চতকরণে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন জেলা পুলিশ ফোর্সের সহযোগিতায় বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর প্রতিষ্ঠান এবং চালের বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

১ জুন ২০২২ তারিখ বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার পুরাণবাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি পাইকারী মুদি দোকানে লোকমান হোসেন বেপারী মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এরপর পুরাণবাজারের চালের মিল, পাইকারী ও খুচরা বিক্রেতাদের প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। এ সময় চালের আড়তপট্টিতে চাল ব্যবসায়ী সমিতি এবং চেম্বার অব কমার্সের সদস্যদের নিয়ে চালের মজুদ ও বিপণন বিষয়ক একটি সভা করা হয়েছে। সভাতে ব্যবসায়ীদেরকে সরকারি নির্দেশনা মোতাবেক চাল ক্রয়-বিক্রয় করতে বলা হয়েছে এবং কোনো প্রকার অনিয়ম যেন না করা হয় সে বিষয়ে বিশেষ সতর্ক করা হয়েছে।

সভায় চালের বাজার বিষয়ে আলোচনা করেন চাঁদপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল চন্দ্র সাহা, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক নাজমুল আলম পাটোয়ারী, সহ-সভাপতি হাজী স্বপন পাটোয়ারী। এ সময় অন্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

চালের বাজার মনিটরিংয়ের সময় চালের আড়তদারদের প্রতিষ্ঠানের নাম ও তাদের মজুদের পরিমাণ ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের পক্ষ থেকে নিরূপণ করা হয়। এ বিষয়ে একটি রিপোর্ট প্রধান দপ্তরে প্রেরণ করা হবে বলে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর চাঁদপুরের কর্মকর্তা নূর হোসেন জানিয়েছেন।

তিনি বলেন, জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে। অভিযান পরিচালনায় সহায়তা করেন পুরাণবাজার পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়