শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৮ মে ২০২২, ০০:০০

ঈদুল ফিতরে ঈদগাহে মুসল্লিদের ঢল

ঈদুল ফিতরে ঈদগাহে মুসল্লিদের ঢল
বিমল চৌধুরী ॥

একমাস সিয়াম সাধনা শেষে শাওয়ালের প্রথমদিন ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়েছে। দেশ ও জাতির সমৃদ্ধি আর শান্তি কামনায় সারাদেশের ন্যায় চাঁদপুরেও অনুকূল আবহাওয়ায় শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায় করেন লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি। গত ৩ মে মঙ্গলবার ঈদুল ফিতরের দিন সকাল থেকেই ধনী, গরিব, উঁচু, নিচু প্রতিটি মুসলিম পরিবারে পরিলক্ষিত হয় উৎসবের আমেজ। তারা ভোরের আলো ফোটার পর থেকেই নামাজ আদায়ের লক্ষ্যে নির্দিষ্ট সময়ের প্রতি লক্ষ্য রেখে, পাক-পবিত্র হয়ে ঈদগাহে আসার প্রস্তুতি নিতে থাকেন। দুই বছর পর ঈদগাহে নামাজ পড়ার সুযোগ পেয়ে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি ঈদগাহ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। প্রতিটি ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। তারা দেশ ও জাতির কল্যাণ কামনাসহ নিজেদের অজান্তে ঘটে যাওয়া ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। দোয়া কামনা করেন মৃত বাবা-মাসহ জানা-অজানা সকল মরহুমের জন্যে।

করোনার ভয়াবহতা কাটিয়ে দুই বছর পর ঈদগাহে নামাজ আদায় করতে পেরে সকলের মাঝেই দেখা যায় উৎবের আমেজ। নামাজ শেষে একে অপরকে জড়িয়ে ধরে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। প্রতিটি ঈদগাহই রূপ নেয় মুসলিম উম্মাহর মিলনমেলায়। এক মাস সিয়াম সাধনা শেষে প্রাকৃতিক বিপর্যয়হীন পরিবেশে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করতে পেরে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেন এবং মহান রাব্বুল আলামিনের দরবারে শোকরিয়া আদায় করেন।

নিরাপদে নামাজ আদায়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ঈদগাহে পরিলক্ষিত হয় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় চাঁদপুর শহরের প্রধান ঈদ জামাত পৌর ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের নামাজ। এখানে নামাজ আদায় করেন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ শহরের অসংখ্য মুসল্লি। এছাড়াও সকাল সাড়ে ৭টায় চাঁদপুর চেয়ারম্যানঘাটা, সকাল ৮টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠ, বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠ, জেলা কারাগার জামে মসজিদ, ওসমানিয়া ফাযিল মাদ্রাসা মাঠ, সকাল সোয়া ৮টায় চাঁদপুর আউটার স্টেডিয়াম, চিশতিয়া জামে মসজিদ সংলগ্ন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যলয় মাঠ, সকাল সাড়ে ৮টায় চাঁদপুর পুলিশ লাইন্স ময়দান, শহরস্থ বেগম জামে মসজিদ ঈদগাহ, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠ, পুরাণবাজার এমদাদিয়া মাদ্রাসা মাঠ, পুরাণবাজার জাফরাবাদ হাফেজিয়া মাদ্রাসা মাঠ, দক্ষিণ গুণরাজদী আহম্মদিয়া ঈদগাহ, পূর্ব শ্রীরামদী ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, টেকনিক্যাল স্কুল মাঠ, রামদাসদী বায়তুন নূর জামে মসজিদ ঈদগাহ, মসজিদে গোর এ গরিবা জামে মসজিদ, সকাল পৌনে ৯টায় বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ ও সকাল ৯টায় দ্বিতীয়বারের মতো নামাজ আদায় হয় শহরের চিশতিয়া জামে মসজিদ সংলগ্ন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। প্রতিটি ঈদ জামাতেই ছিল মুসল্লিদের সুশৃঙ্খল ব্যাপক উপস্থিতি। নামাজের সুবিধার্থে প্রতিটি ঈদগাহে বিশাল সামিয়ানা টাঙ্গানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়