শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ মে ২০২২, ১২:০১

ঈদযাত্রায় এখনও ঢাকা ছাড়ছেন মানুষ

অনলাইন ডেস্ক
ঈদযাত্রায় এখনও ঢাকা ছাড়ছেন মানুষ

ঈদের দ্বিতীয় দিন চলছে বুধবার (৪ মে)। ঈদ আনন্দ উপভোগ করতে এখনও রাজধানী ঢাকা ছেড়ে বাড়ি ফিরছেন মানুষ। সংখ্যাটা একেবারে কমও নয়। আর ঢাকামুখী যেসব ট্রেন আসছে, সেসব ট্রেনে তেমন কোনো যাত্রী দেখা যায়নি।

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, ৩ নাম্বার প্লাটফর্মে তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস, ৫ নাম্বার প্লাটফর্মে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ৬ নাম্বার প্লাটফর্মে কিশোরগঞ্জগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস দাঁড়ানো আছে। ট্রেনগুলোর প্রতিটি বগিই মানুষে প্রায় পূর্ণ। আসন তেমন একটা ফাঁকা নেই। কোনো কোনো বগিতে দাঁড়িয়েও লোকজন বাড়ির উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। তাদের মুখে এখনও রয়েছে ঈদের হাসি।

ঈদযাত্রা বিলম্বের কারণ হিসেবে তাদের কাছ থেকে জানা গেছে, অনেকেই ঈদের আগে টিকিট সংগ্রহ করতে পারেননি। সড়ক পথে ভোগান্তি হবে বলে সে পথেও পা বাড়াননি। তাই কষ্ট হলেও ঢাকায় ঈদের দিন কাটিয়ে আজ বাড়ি ফিরছেন তারা। এছাড়া অনেকেই বাড়ি থেকে এসে ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। ঈদের দিন পর্যন্ত ভালো ব্যবসা করে আজ তারাও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ঈদযাত্রায় কেন দ্বিতীয় দিন বেছে নিলেন এমন প্রশ্নে জামালপুর-সরিষাবাড়িগামী অগ্নিবীণা এক্সপ্রেসে বসে থাকা নিলুফার ইয়াসমিন বলেন, ঈদের আগে চেষ্টা করেও ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারিনি। এদিকে আমি বাস জার্নিও করতে পারি না। তাই স্বামী সন্তান নিয়ে এখানে ঈদের দিন পার করে আজ বাড়ির পথ ধরেছি। বাবা মা ছাড়া ঢাকায় ঈদের দিন কাটাতে কষ্ট হলেও আজ একটু আনন্দ লাগছে। আজ অনেকটা স্বস্তি নিয়েই যাওয়া যাচ্ছে।

কিশোরগঞ্জগামী রাসেল মাহমুদ বলেন, ঢাকার আজিমপুরে একটি মনোহারী দোকান চালাই। ঈদের আগের গভীর রাত পর্যন্ত বেচা বিক্রি করেছি, গতকালও করেছি। এটাই ব্যবসার মৌসুম। পরিবারের সঙ্গে ঈদ না করায় কষ্ট হয়, কিন্তু বউ-বাচ্চাকে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি আজকে যাচ্ছি, ৫/৬ দিন পর তাদেরকে নিয়ে ঢাকায় ফিরব।

অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ

এদিকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন আজ। বিক্রি হচ্ছে আগামী ৮ মে'র টিকিট। সেই হিসেবে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারগুলোর সামনে কিছুটা ভিড় দেখা গেছে। তবে প্রত্যেকে ৩০-৪৫ মিনিট সময়ের মধ্যেই টিকিট পাচ্ছেন। কাউন্টার থেকেও জানানো হয়েছে পর্যাপ্ত টিকিট রয়েছে।

ময়মনসিংহগামী নাজমুল হাসান বলেন, টিকিট কাটতে মাত্র ৩০ মিনিট সময় লেগেছে। কোনো ঝামেলা পোহাতে হয়নি।

কিশোরগঞ্জ যাবেন মাহবুব। তিনি লাইনে দাঁড়িয়ে ঢাকা পোস্টকে বলেন, আগামী ৬ তারিখে কিশোরগঞ্জ যাওয়ার জন্য টিকিট নিতে এসেছি। যে ট্রেনের পাব ওই ট্রেনের টিকিট নেব। ঈদে ডিউটি থাকায় যেতে পারেনি। আগামী ৬ তারিখ থেকে আমার ঈদের ছুটি শুরু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়