শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ মে ২০২২, ০০:০০

ঈদকে ঘিরে, সর্বত্র আনন্দ

ঈদকে ঘিরে, সর্বত্র আনন্দ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

রমজান মাস যদি ২৯ দিনের হয় তাহলে আজ ১ মে রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদের দেখা মিলবে। তখন আজকের রাতটি হবে ঈদুল ফিতরের রাত, যা ইসলামের দৃষ্টিতে খুবই মর্যাদাপূর্ণ একটি রাত। আর তখন আগামীকাল ২ মে সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। আর যদি রমজান মাস ত্রিশদিন পূর্ণ হয় তাহলে আগামীকাল হবে ৩০ রোজা। তখন ৩ মে মঙ্গলবার হবে ঈদুল ফিতর। আর এ সিদ্ধান্ত আজ সন্ধ্যার পরই জাতীয় চাঁদ দেখা কমিটির মাধ্যমে জানা যাবে।

দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতর মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে। ঈদ উদ্‌যাপনে মানুষ সর্বশেষ প্রস্তুতি সেরে নিচ্ছে। মা-বাবা-আত্মীয়-স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে লঞ্চ, স্টিমার, ট্রেন, বাস, প্রাইভেটকার ও মাইক্রোযোগে দূর-দূরান্ত থেকে প্রতিদিন মানুষজন ছুটে আসছে বাড়ি-ঘরে।

গত কদিন ধরে চাঁদপুর অভিমুখী লঞ্চ-স্টিমারগুলোতে অসংখ্য মানুষকে আসতে দেখা গেছে। এছাড়া বাস, ট্রেনসহ অন্যান্য যানবাহনেও যাত্রীর সংখ্যা দেখা যাচ্ছে অস্বাভাবিক। লঞ্চ-স্টিমার ঘাট, রেলস্টেশন ও বাস স্ট্যান্ডে যাত্রীদের নিরাপত্তা বিধানে চাঁদপুরের আইন-শৃঙ্খলা বাহিনী রয়েছে বেশ তৎপর। তাদেরকে সহযোগিতা করছে পৌরসভার নিয়োগকৃত স্কাউট সদস্য। গোয়েন্দা পুলিশ, ডিবি পুলিশ এবং পুলিশ সদস্যদের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। এমনকি গুরুত্বপূর্ণ সড়কগুলোর মোড় ও বড় বড় শপিং মার্কেটের সম্মুখে পুলিশ সদস্যদের অবস্থান রমজানের শেষাংশ থেকেই দেখা যাচ্ছে। ঈদকে সামনে রেখে লঞ্চ, স্টিমার ও ট্রেনের বিশেষ সার্ভিস রাখা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনের লক্ষ্যে বাড়ি-ঘরে আসা মানুষজনের পদচারণায় চাঁদপুরের ছোট-বড় মার্কেটগুলো গত কদিন ছিলো বেশ সরগরম। ঈদের সর্বশেষ কেনাকাটার জন্যে গত কদিন মার্কেটগুলোতে ছিলো উপচেপড়া ভিড়। চাঁদপুরে ঈদের জামাত আয়োজনের লক্ষ্যে ঈদগাহ ও মসজিদ প্রাঙ্গণে চলছে প্রস্তুতি। বিশেষ করে গত দুবছর করোনার কারণে ঈদের নামাজ ঈদগাহে হয়নি। এবার ঈদগাহে নামাজ হচ্ছে। তাই ঈদগাহগুলো প্রস্তুত করছে কর্তৃপক্ষ। সেজন্যে মুসল্লিরাও আনন্দিত যে ঈদগাহে নামাজ পড়তে পারবে। পাশাপাশি মসজিদগুলোকেও প্রস্তুত করা হচ্ছে। যদি বৃষ্টি হয়, সে কারণে ঈদগাহে নামাজ আদায় করতে না পারলে মসজিদে আদায় করা যায়। চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ প্রস্তুতি সভায় চাঁদপুর শহরের প্রধান প্রধান ঈদ জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সবমিলিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনে মুসলিম উম্মাহ প্রস্তুত হয়ে আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়