শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০

পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় চাঁদপুর জেলার সর্বত্র ধর্মপ্রাণ মুসলমানরা তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করেছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো একমাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দে শামিল হন। ১১ এপ্রিল বৃহস্পতিবার সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করে আনন্দ ভাগাভাগি করেন সবাই।

ঈদুল ফিতর উপলক্ষে ১০ এপ্রিল থেকে তিনদিনের সরকারি ছুটি শুরু হয়। সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ খচিত ব্যানার মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শন করা হয়। ঈদুল ফিতরের আগের রাতে সরকারি ভবনগুলোসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়। ঈদ উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, সেইফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুঃস্থ কল্যাণ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়। ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ঈদ উদযাপনের আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয়।

প্রতি বছরের মতো এবারও চাঁদপুর পৌরসভার ব্যবস্থাপনায় শহরে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাত অনুষ্ঠিত হয় কবি নজরুল সড়কস্থ চাঁদপুর পৌর ঈদগাহে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় অনুকূল পরিবেশ বিদ্যমান থাকায় সবার এবার সুন্দর ঈদ হয়েছে।

ঈদের দিন থেকে চাঁদপুরের প্রতিটি বিনোদন কেন্দ্রে ঈদ আনন্দে মেতেছে সব বয়সী মানুষ। চাঁদপুর বড় স্টেশন মোলহেড ও প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড় বৈশাখী মেলার স্থানে ঈদকে ঘিরে ঢল নেমেছিল মানুষের। ঈদের ছুটি বেশিদিন হওয়ায় বহু মানুষ গ্রামের বাড়িতে ঈদ করার জন্যে এসেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়