শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২২, ০০:০০

গরিবের মুখে হাসি ফোটানোই হচ্ছে বড় সামাজিক সেবা
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর আয়োজনে গরিব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে চাঁদপুর শহরের কুমিল্লা রোডস্থ লায়ন শেল্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সচিব ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকার নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা। তিনি বলেন, আমার বাড়ি মুন্সিগঞ্জ হলেও আমি পঞ্চম শ্রেণিতে পড়াবস্থায় চাঁদপুর চলে আসি। পুরাণবাজার এলাকাতেই ছিলো আমাদের বসবাস। যেই স্থানটি এখন নদীতে বিলীন হয়ে গেছে। অনেক জেলাতেই চাকুরি করেছি। কিন্তু এ জেলা অন্যান্য জেলার তুলনায় অনেক এগিয়ে রয়েছে।

তিনি আরো বলেন, গরিবদের মুখে হাসি ফোটানোই হচ্ছে বড় সামাজিক সেবা। চাঁদপুরের লায়ন্স ক্লাবের মাধ্যমে তারা ঈদের উপহার পেয়ে যে খুশি হয়েছে এজন্যে ক্লাবের সকলকে ধন্যবাদ জানাই। এ ক্লাবটি এ জেলাতে বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে রয়েছে।

লায়ন ক্লাব অব চাঁদপুর রূপালীর সভাপতি লায়ন মফিজুল ইসলাম খান সেলিমের সভাপ্রধানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন সরোয়ার, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি এবং চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।

ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন আরমান (রবিন) চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন ক্লাবের চীফ অ্যাডভাইজার লায়ন মোঃ জাকির হোসেন, আইপিপি লায়ন মোঃ জিকরুল আহসান, সহ-সভাপতি (১) লায়ন কিশোর কুমার সিংহ রায়, সহ-সভাপতি (২) লায়ন খোরশেদ আলম বাবুল, যুগ্ম সম্পাদক লায়ন মিজানুর রহমান ভূঁইয়া, লায়ন আবুল কালাম আজাদ, জয়েন্ট ট্রেজারার লায়ন গোলাম হোসেন টিটু, ক্লাব সদস্য লায়ন শেখ রফিক, লিও ক্লাব অব চাঁদপুর রূপালীর সভাপতি সজীব দেবনাথ, পারভেজ মজুমদারসহ ক্লাব সদস্য ও অতিথিবৃন্দ। এদিন ক্লাবের পক্ষ থেকে দেড় শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রীসহ উপহার তুলে দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়