প্রকাশ : ২৯ এপ্রিল ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলাধীন ১২নং পশ্চিম চরদুঃখিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের যৌথ আয়োজনে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল্লাহ ভূঁইয়ার সভাপ্রধানে এবং ১২নং চরদুঃখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কেএম হুমায়ুন কবির ও যুবনেতা শরীফ হোসেন সুমনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন ১২নং পশ্চিম চরদুঃখিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফিরোজপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাজাহান মাস্টার, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, স্থানীয় সরকার সম্পাদক আবু সায়েদ পাটোয়ারী, উপজেলা বিএনপির সহ-সম্পাদক ওচমান গনি পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, সদস্য সুমন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ুম, ইউনিয়ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাইমুর রহমান পবন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শিহাব প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে শরীফ মোঃ ইউনুছ বলেন, সরকারের ফরমায়েশী রায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে। দেশনায়ক তারেক রহমানকে বিদেশ থেকে আসতে দেয়া হচ্ছে না। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশ ও গণতন্ত্রের মুক্তির এক দফা আন্দোলনে সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। গণ-আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে গদিচ্যুত করা হবে। তিনি আগামীদিনের আন্দোলনের জন্যে সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।