প্রকাশ : ১৬ মার্চ ২০২২, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিশান দলীয় অন্তঃকোন্দলে অতর্কিত হামলায় আহত হয়েছেন। ১৫ মার্চ সন্ধ্যায় স্থানীয় পানির ট্যাংক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, পূর্ব শত্রুতার জেরে দলীয় অন্তঃকোন্দলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিশানের ওপর অতর্কিত হামলা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদল নেতা জানান, পূর্ব শত্রুতার জেরে দলীয় অন্তঃকোন্দলে তার ওপর অতর্কিত হামলা করা হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।