প্রকাশ : ১৩ মার্চ ২০২২, ০০:০০
মতলব পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের ডাকঘর-আশ্রম-জোড়পুল রাস্তা বেহাল অবস্থায় আছে। রাস্তাটি মতলব পৌরসভার ৮নং ও ৬নং ওয়ার্ডের অন্তর্গত। এ রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে। এছাড়া হাজার হাজার মানুষ পায়ে হেঁটে যাতায়াত করে। জনবহুল এ রাস্তাটি পৌরসভার দুটি ওয়ার্ড নিয়ে গঠিত হওয়ায় উন্নয়ন কাজে ব্যাঘাত হচ্ছে। কারণ, পৌরসভার ৮নং ওয়ার্ড ডাকঘর হতে প্রায় সোয়া কিলোমিটার রাস্তা ৮নং ওয়ার্ডের আওতাধীন। দীর্ঘ প্রায় ৫ বছর পূর্বে এক কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ হলেও বাকি রাস্তা আজও পাকা হয়নি। রাস্তাটির ভগ্নদশা বিরাজমান। রাস্তাটির বিভিন্ন স্থানে ইটের খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
৮নং ওয়ার্ড কাউন্সিলর মামুন চৌধুরী বলেন, রাস্তাটি দুটি ওয়ার্ড নিয়ে গঠিত। ডাকঘর হতে জোড়পুল আশ্রম পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা, যার মধ্যে ৮নং ওয়ার্ডের অন্তর্গত প্রায় সোয়া কিলোমিটার। বাকি রাস্তা পৌরসভার ৬নং ওয়ার্ডের অন্তর্গত। আশ্রম হতে মহসিন মৃধার বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ করা হয়েছে। দুই ওয়ার্ড মিলে এক কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ আজও হয়নি। বর্তমানে রাস্তাটির অবস্থা খুবই নাজুক। তাই সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। আশাকরি এ বছরের মধ্যে বাকি এক কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণসহ পুরো রাস্তাটি সংস্কার করা হবে।
সিএনজি অটোরিকশা চালক জহির জানান, রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত সিএনজি অটোরিকশা ও অটোবাইক চলাচল করে। রাস্তাটি সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।