বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ মার্চ ২০২২, ০০:০০

মতলবে ইজিবাইক চুরি হওয়ার শোকে চালকের মৃত্যু
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

মতলব দক্ষিণে পশ্চিম নাগদা গ্রামে ইজিবাইক চুরির শোকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আবুল বাশার (২৭) নামক এক ইজিবাইক চালক। ঘটনাটি ঘটে গত ১১ মার্চ শুক্রবার দুপুরে। নিহত আবুল বাশার পশ্চিম নাগদা গ্রামের মৃত মাওলানা কফিল উদ্দিনের ছেলে।

জানা যায়, গত বুধবার (৯ মার্চ) রাতে নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজারে গ্যারেজের তালা ভেঙ্গে তিনটি ইজিবাইক চুরি হয়। গাড়ি তিনটির মালিক নিহত আবুল বাশার, নিহতের বড় ভাই আবুল কালাম ও অপরটির মালিক আব্দুল মোতালেব মোল্লা।

নিহতের বড় ভাই হারুন জানান, এনজিও থেকে ঋণ নিয়ে বাশার ইজিবাইকটি ক্রয় করে। ইজিবাইকটি চুরির পর থেকে সে অসুস্থতাবোধ করে। পরবর্তীতে শুক্রবার সকালে বাড়ির পাশে একটি জমিনে গরুর ঘাস কাটতে গেলেই আবুল বাশার হৃদরোগে আক্রান্ত হয়। সাথে সাথে তাকে প্রথমে মতলব ও পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকা নেয়ার পথেই বাশার দাউদকান্দিতে মারা যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়