বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ মার্চ ২০২২, ০০:০০

পরিকল্পনা প্রতিমন্ত্রীর ৭০ হাজার মাস্ক বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ
মাহবুব আলম লাভলু ॥

মতলবে বিতরণ করার জন্য পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম নিজ উদ্যোগে একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার নিকট থেকে ১ লাখ মাস্ক এনে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করেন। এর মধ্যে ৭০ হাজার মাস্ক মতলব উত্তর উপজেলার জন্যে এবং বাকি ৩০ হাজার মাস্ক মতলব দক্ষিণ উপজেলার জন্যে বরাদ্দ করা হয়েছে।

১০ মার্চ বৃহস্পতিবার সকালে মতলব উত্তর উপজেলার সভাকক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে ৫৫ হাজার মাস্ক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হোসাইন মোঃ ইয়াছিন ঢালী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমান ও ওয়ালি উল্যাহ, একাডেমিক সুপারভাইজার সাইফুল আলমসহ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইসলামিক ফাউন্ডেশনের শিখন কেন্দ্রের প্রধান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধিগণ।

মতলব উত্তর উপজেলার ১৮২টি প্রাথমিক বিদ্যালয়, ৫১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশনের ২৩৬টি শিখন কেন্দ্র এবং হাসপাতাল কর্তৃপক্ষের নিকট মোট ৫৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। এর মধ্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে সাধারণ মানুষদের মাঝে বেশ কিছু মাস্ক বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়