বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ মার্চ ২০২২, ০০:০০

৮৯ জনকে নামীয় আসামী করে পুলিশের মামলা ॥ আটক ৮
গোলাম মোস্তফা ॥

অবশেষে ২দিন পর চাঁদপুর সদর মডেল থানা পুলিশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার নেতা-কর্মীদের বিরুদ্ধে ৮৯জনকে নামীয় আসামী করে মামলা চূড়ান্ত করেছে। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গত ৯ মার্চ বুধবার চাঁদপুরে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

এ ঘটনায় এসআই শাহজাহান বাদী হয়ে অবশেষে ৮৯ জনকে নামীয় আসামী করে এবং মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম কাজী জুয়েলকে প্রধান আসামী করে মামলা চূড়ান্ত করেন। এ মামলা নং- ২৯। তাং ১১ /৩/২০২২খ্রিঃ।

আটককৃতরা হলেন : খোকন, মুন্না, লিটন, বাদশা, বারেক ও লিটন খান। বাকিদের নাম এজাহারে রয়েছে বলে জানা গেছে। চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই করা, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সেই অনুযায়ী এ ঘটনায় সম্পৃক্ততার বিষয় দেখে মামলা দায়ের প্রক্রিয়া বিলম্ব হয়েছে।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আমরা কোনো নিরাপরাধ ব্যক্তি যেনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্কতার সাথে সজাগ দৃষ্টি রেখে আমাদের কার্যক্রম করেছি।

উল্লেখ্য, গত ৯ মার্চ চাঁদপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশ, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ও পথচারীসহ প্রায় অর্ধশত আহত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়