বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০০:০০

মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি থাকতে হবে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপনে মুক্তির উৎসব, সুবর্ণজয়ন্তী মেলা ও অন্যান্য অনুষ্ঠান বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তিনি বলেন, আমরা চাই পরিচ্ছন্ন ও সুন্দরভাবে এই মেলার কার্যক্রম হোক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালি করা হবে। প্রত্যেকটি জেলার মধ্যে একটু প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তাই আমাদের কাজগুলো যত ভালো হবে তা আমাদের জেলার জন্যেই ভালো হবে। মেলাতে আমরা চাই সবার পারফরম্যান্স সবাই জানুক। মেলাতে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি থাকতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদা আক্তার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, এনএসআই-এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মোঃ সাহিদুল ইসলাম, জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ, জেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য শহীদ পাটোয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়