প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০০:০০
গত ৯মার্চ বুধবার চাঁদপুরে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ৯জনকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অর্ধশতাধিক নামীয় এজাহারভুক্ত আসামী করে মামলা চূড়ান্ত করেছে।
অপরদিকে ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমে ৯ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- খোকন, মুন্না, লিটন, বাদশা, বারেক ও লিটন খান। অবশ্য আটককৃত ৯ জনের মধ্যে ৬ জনের নাম প্রকাশ করা হলেও বাকি ৩ জনের নাম-পরিচয় সম্পর্কে জানা যায়নি। এদিকে এ ঘটনায় ৫০ জনের নাম উল্লেখ করে ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ। তিনি আরো বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, কোনো নিরাপরাধ ব্যক্তি যেনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্কতার সাথে সজাগ দৃষ্টি রেখে আমাদের কার্যক্রম চলছে।
অপরদিকে এ ঘটনা আটক নেতা-কর্মীদের পুলিশ আদালতে সোপর্দ না করে মডেল থানা হেফাজতে রেখে নির্যাতন করার অভিযোগ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা।
উল্লেখ্য, গত ৯ মার্চ চাঁদপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশ, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মী ও পথচারীসহ প্রায় অর্ধশত আহত হয়।