বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ মার্চ ২০২২, ০০:০০

বাবুরহাটে পাটের গুদামে ফের আগুন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের পাশে পাটের গুদামে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে। ১০ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় ওই সড়কের পাশে রফিক খান ও বজু মালের পাটের গুদামে এ আগুন লাগার ঘটনা ঘটে। চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিস টিম প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এবারের আগুনে এক তৃতীয়াংশ পাট পুড়ে যায় ও পানি দিয়ে আগুন নেভানোর কারণে গোডাউনে থাকা প্রায় সকল পাটই নষ্ট হয়ে যায়।

এ বিষয়ে চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিস টিমের উপ-পরিচালক সাইদুল ইসলাম ও সিনিয়র স্টেশন অফিসার রবিউল আলামিন জানান, এই পাটের গুদামে ইতিপূর্বেও আগুন লাগার ঘটনা ঘটেছে। এই গুদামে ফায়ার সার্ভিস থেকে লাইসেন্স নেয়া হয়নি। পূর্বেও আমরা এদেরকে নোটিশ দিয়েছিলাম লাইসেন্স গ্রহণ করার জন্য। সিগারেটের আগুন থেকে এই অগ্নিকা-ের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান এ দু অফিসার।

এদিকে পাটের গুদামে আগুন লাগার খবর শুনে পাট ব্যবসায়ী রফিক খান অসুস্থ হয়ে যাওয়ায় কী পরিমাণ পাট গুদামে সংরক্ষিত ছিল তা জানা যায়নি।

এ বিষয়ে বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল মাল বলেন, ইতিপূর্বে আমরা তাদেরকে নিষেধ করেছিলাম রাস্তার পাশে এভাবে পাট না রাখার জন্যে। যেহেতু এটি একটি আঞ্চলিক মহাসড়ক, তাই সড়কের পাশে এ ধরনের পাটের গুদামে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। ইতিপূর্বেও কয়েকবার এ পাটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনিকভাবে এর হস্তক্ষেপ কামনা করছি।

২০২১ সালের ১৭ সেপ্টেম্বর এ পাটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। তখন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় নি। এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্বে এ পাটের গুদামে চারবার আগুন লাগার ঘটনা ঘটেছে। বারবার আগুন লাগার পরেও এ গুদামে অগ্নিনির্বাপক তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়