বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০

বর্তমানে প্রায় সকল ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ রয়েছে
স্টাফ রিপোর্টার ॥

টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য-এ শ্লোগানে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা পুরিশের আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৮ মার্চ মঙ্গলবার বিকেলে পুলিশ লাইনস্ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা আজ দুজন গুণী নারীকে সংবর্ধনা দিতে পেরে গর্ববোধ করছি। আমরা যত উন্নতির দিকে যাচ্ছি তত আমাদের প্রতিযোগিতায় অংশ নিতে হচ্ছে। এক সময় নারীরা অফিসে গিয়ে কাজ করবে তা ভাবাই যেতো না। বর্তমানে প্রায় সকল ক্ষেত্রেই নারীদের অংশগ্রহণ রয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিসভার বেশ ক’জন সদস্য ও জেলা প্রশাসক নারী। আমরা যদি সমঅধিকার চাই তাহলে নারীদেরকেও তাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। এখন নারীরা অনেক কঠিন ও পরিশ্রমী কাজের সাথে যুক্ত। নারীরা কর্মক্ষেত্রে পুরুষের চাইতে বেশি ধৈর্য রাখতে পারে।

অনুষ্ঠানে স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও ব্র্যাকের কর্মকর্তা বদরুদোজ্জা আরফিনকে তাদের কর্মের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস ও সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়