বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০

বালিয়া ইউনিয়নে জেলে চাল বিতরণে অনিয়মের তদন্ত চলছে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে জাটকা রক্ষায় সরকারে ভিজিএফের জেলে চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্ত করছে উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনা উপেক্ষা করে চাল কম দেয়া এবং প্রত্যেক জেলের কাছ থেকে ২শ’ টাকা করে আদায়ের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে অভিযোগের সত্যতা মিলেছে বলেও জানা গেছে। এ সংক্রান্ত একটি রিপোর্ট চাঁদপুর কণ্ঠে প্রকাশিত হয়েছিলো।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ জানান, জেলেদের চাল কম দেয়া এবং টাকা নেয়ার বিষয়টি আমাদের জেলা প্রশাসক স্যার এবং আমি অবগত হয়েছি। পরবর্তীতে ডিসি স্যারের নির্দেশে বিষয়টি তদন্ত করার জন্যে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি ইতোমধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছেন।

তিনি আরো জানান, সরকার পরিবহন খরচ বহন করার পরেও এইভাবে জেলেদের কাছ থেকে টাকা নেয়াটা অনিয়মের মধ্য পড়ে। অভিযোগ প্রমাণিত হলে আমরা বিষয়টি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব রশীদ জানান, আমাদের সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি অভিযোগের সত্যতা পেয়েছেন এবং এই ঘটনায় জড়িত মেম্বাররা অভিযোগ স্বীকার করেছেন। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের তদন্ত রিপোর্ট দাখিল করবো। এদিকে অন্যান্য ইউনিয়নেও জেলে চাল কম দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়