বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
অনলাইন ডেস্ক

গত ১০ ফেব্রুয়ারি ২০২২ চাঁদপুর থেকে প্রকাশিত একটি দৈনিকে ‘সিরাজুল ইসলাম ভূঁইয়া বাবুর প্রতারণার শিকার বহু মানুষ’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, কাল্পনিক ও আপত্তিকর এবং নিজের জন্যে ক্ষতিকর বলে দাবি করেছেন সিরাজুল ইসলাম ভূঁইয়া বাবু। তিনি তার প্রতিবাদে উল্লেখ করেন যে, প্রকাশিত সংবাদের সাথে তার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। ওই সংবাদের একটি বাক্যও সঠিক নয়। তার স্ত্রীর বড় ভাই নজরুল ইসলামের সাথে লেনদেন সংক্রান্ত জটিলতাহেতু তিনি পাওনা টাকা পরিশোধ না করে আত্মসাৎ করার হীন উদ্দেশ্যে অপপ্রচারে লিপ্ত হয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। সেজন্যে উক্ত সংবাদকে মিথ্যা, উদ্দেশ্যমূলক ও কাল্পনিক দাবি করে জোর প্রতিবাদ জানিয়েছেন।

***

প্রতিবেদকের বক্তব্য

উপরোক্ত সংবাদটির প্রতিবেদক জানিয়েছেন, সিরাজুল ইসলাম ভূঁইয়া বাবুর বক্তব্য নিয়েই সংবাদটি ওই পত্রিকায় পরিবেশিত হয়েছে। যেখানে তিনি সংবাদের সকল বিষয়ই অস্বীকার করেছেন। যার ফলে পুনরায় প্রতিবাদ দেয়ার প্রয়োজন পড়ে না। তারপরও তিনি সন্দেহবশত নিজ স্ত্রীর বড় ভাইকে জড়িয়ে উল্টো তার ভাবমূর্তি ক্ষুণœ করার জন্যেই প্রতিবাদ দিয়েছেন বলে প্রতীয়মান হবার যৌক্তিকতা ও প্রমাণ রয়েছে। প্রয়োজনীয় অনুসন্ধান ও তথ্য-প্রমাণ সংগ্রহ সাপেক্ষে সংবাদটি প্রকাশ করা হয়েছে। তিনি যে চাঁদপুর-৩ আসনে কেন্দ্রীয় তাঁতী লীগের উপদেষ্টা হিসেবে নিজেকে এমপি প্রার্থী বলে পরিচয় দিয়ে কাউকে প্রভাবিত করার প্রয়াস চালান, তার সপক্ষে সাক্ষ্য-প্রমাণ রয়েছে। এছাড়া অন্য কিছু পরিচয়ে তিনি যে বঞ্চনা ও প্রতারণার প্রয়াস চালিয়েছেন, তারও প্রমাণাদি রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়