বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০

নারীরা সকল ক্ষেত্রে এগিয়ে রয়েছে
স্টাফ রিপোর্টার ॥

‘টেকসই আগামীর জন্যে জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ৮ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

তিনি বলেন, এখন নারীর ক্ষমতায়নের যুগ। বর্তমানে দেশে ও বিশ্বের সকল ক্ষেত্রেই নারীরা তাদের নিজের যোগ্যতায় অনেক বেশি এগিয়ে গেছেন। আমাদের দেশের দিকে তাকালে বুঝা যাবে যে, নারীরা সকল ক্ষেত্রে এগিয়ে আছে।

জেলা প্রশাসক বলেন, দেশকে উন্নয়ন করতে নারী-পুরুষ সমান তালে এগিয়ে যেতে হবে। তা না হলে টেকসই উন্নয়ন সম্ভব হবে না। আমাদের মহান সংবিধানে নারীর অধিকার সমুন্নত করা হয়েছে। নারীর অধিকার সুরক্ষা করার জন্য রাষ্ট্রযন্ত্র তার ব্যবস্থা করছে। আমি বলবো, আইন করে কখনোই নারীর অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দরকার আমাদের মানবিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ইসলাম ধর্মে নারীদের অধিকার গুরুত্ব সহকারে দেখা হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা বেগম।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়