বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০

নতুন বছরে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর জেলায় ২১ জন নিহত
সোহাঈদ খান জিয়া ॥

নতুন বছরে চাঁদপুর জেলার সড়কগুলো লাশের মিছিলে পরিণত হয়েছে। এ সকল সড়কে প্রতিযোগিতামূলকভাবে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করার কারণে বেশি দুর্ঘটনা ঘটছে। আর সে দুর্ঘটনার বলি হতে হচ্ছে নিরীহ মানুষ।

জেলার বিভিন্ন উপজেলার সড়কগুলোতে বেশির ভাগ যানবাহন অদক্ষ ও অযোগ্য চালক দিয়ে চালানো হচ্ছে। এরা বেপরোয়াভাবে নিজেদের ইচ্ছে মতো প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালিয়ে থাকে। যার ফলে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চাঁদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ২১ জন প্রাণ হারিয়েছেন।

এর মধ্যে কচুয়া উপজেলায় ৩ জন, হাজীগঞ্জ উপজেলায় ৫ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৫ জন, মতলব উত্তর উপজেলায় ১ জন, শাহরাস্তি উপজেলায় ৫ জন ও চাঁদপুর জেলা শহরে ১ জন।

নিহতরা হচ্ছেন- বিল্লাল হোসেন (৪৫), সজীব (২০), আতিক (১৫), আরিফ হোসেন গাজী (২৬), মমতাজ বেগম, লাইলি বেগম (৪০), শাহপরান তুষার (২২), শাকিল (২৫), সাগর হোসেন (২৪), রেজাউল করিম (২৪), নয়ন (২৫), জসিম উদ্দিন (৪৯), নূপুর (১৪), হানিফ (২৮), নূরজাহান বেগম (৭৯), শীতল চক্রবর্তী (৬৫), হাসনা বানু (৭০), জিল্লুর রহমান (৪৫), বায়েজিদ (৮) ও রিফাত আহমেদ রাফি (১১)।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়