প্রকাশ : ০৯ মার্চ ২০২২, ০০:০০
নতুন বছরে চাঁদপুর জেলার সড়কগুলো লাশের মিছিলে পরিণত হয়েছে। এ সকল সড়কে প্রতিযোগিতামূলকভাবে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করার কারণে বেশি দুর্ঘটনা ঘটছে। আর সে দুর্ঘটনার বলি হতে হচ্ছে নিরীহ মানুষ।
জেলার বিভিন্ন উপজেলার সড়কগুলোতে বেশির ভাগ যানবাহন অদক্ষ ও অযোগ্য চালক দিয়ে চালানো হচ্ছে। এরা বেপরোয়াভাবে নিজেদের ইচ্ছে মতো প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালিয়ে থাকে। যার ফলে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চাঁদপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ২১ জন প্রাণ হারিয়েছেন।
এর মধ্যে কচুয়া উপজেলায় ৩ জন, হাজীগঞ্জ উপজেলায় ৫ জন, মতলব দক্ষিণ উপজেলায় ৫ জন, মতলব উত্তর উপজেলায় ১ জন, শাহরাস্তি উপজেলায় ৫ জন ও চাঁদপুর জেলা শহরে ১ জন।
নিহতরা হচ্ছেন- বিল্লাল হোসেন (৪৫), সজীব (২০), আতিক (১৫), আরিফ হোসেন গাজী (২৬), মমতাজ বেগম, লাইলি বেগম (৪০), শাহপরান তুষার (২২), শাকিল (২৫), সাগর হোসেন (২৪), রেজাউল করিম (২৪), নয়ন (২৫), জসিম উদ্দিন (৪৯), নূপুর (১৪), হানিফ (২৮), নূরজাহান বেগম (৭৯), শীতল চক্রবর্তী (৬৫), হাসনা বানু (৭০), জিল্লুর রহমান (৪৫), বায়েজিদ (৮) ও রিফাত আহমেদ রাফি (১১)।