প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ০০:০০
বিজয়ের ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে কচুয়ায় বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর শনিবার সারাদেশের ন্যায় কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুলাল, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বাটা ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।